Ajker Patrika

গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক, ২ ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত
গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তাতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টার চেষ্টায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আজ রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি বালু ভর্তি করে কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুরের দিকে আসছিল। পথে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক থেকে উদ্ধার করা চালকের নাম অপু (৪০)। তিনি পটুয়াখালীর রাজপাড়া থানার সোলাপারা গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে একটি বালুবোঝাই ট্রাক আসছিল। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চালককে উদ্ধার করেন।

গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত
গাজীপুরে সড়ক বিভাজকে উঠে গেল বালুবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের বিভিন্ন অংশ কেটে দুই ঘণ্টার চেষ্টায় আহত চালককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত