Ajker Patrika

পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২১: ০১
পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে আসবাবসহ বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের সুলাইমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সুলাইমান মিয়া শিমুলিয়া বাজারের একজন মুদি ব্যবসায়ী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হঠাৎ ওই বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের লোকদের। 

ক্ষতিগ্রস্ত সুলাইমান মিয়ার ভাই সবুজ মিয়া জানান, বসতঘরের আসবাব, ফ্রিজ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই পুড়ে গেছে। আধা পাকা বসতঘরের অনেক জায়গার ইট খসে পড়ে গেছে; ফলে ঘরে বসবাস অনুপযোগী হয়ে গেছে। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য মো. রুবেল মিয়া বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।’ 

এ ব্যাপারে আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত