Ajker Patrika

একই প্রতিষ্ঠানে দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন প্রধান শিক্ষক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
Thumbnail image

নরসিংদী রায়পুরার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার শাহার বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে স্কুলে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সময় বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, ওই বিদ্যালয়ের সহসভাপতি আসাদ মেম্বার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রাসহ প্রমুখ।

এ সময় কর্তৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোরা ও উপহার তুলে দেওয়া হয়।

জানা যায়, সন্তোষ কুমার শাহা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পল্লি চিকিৎসক পরেশ কুমার শাহার এবং দুলবানু শাহার পরিবারের ১৯৬৩ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে এসএসসি, ১৯৮৫ সালে এইচএসসি, ১৯৮৭ সালে ডিগ্রি ১৯৮৯সালে মাস্টার্স পাস করেন। এরপর ১৯৯৬ সালের ১ মার্চ উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘ ২৭ বছর চাকরি জীবন শেষ করে অনন্য নজির স্থাপন করেন। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে দীর্ঘ ২৭ বছর কর্মজীবন শেষ করে উক্ত প্রতিষ্ঠানে শেষ কর্মদিবসে বিদায় অনুষ্ঠানে সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 

ওই বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার বলেন, ‘তিনি আমার শিক্ষক ছিলেন। তিনি আমাদের মাঝ থেকে অবসর জনিত বিদায় নিচ্ছেন। খুবই গর্বিত তাঁর মতো শিক্ষকের ছাত্রী হতে পেড়ে। যার সুনাম পুরো উপজেলায় রয়েছে। তাঁর বিদায়ী সময় খুবই ব্যথিত। তাঁর দীর্ঘ হায়াত শুভ কামনা রইল।

বিদায়ী প্রধান শিক্ষক সন্তোষ কুমার শাহা বলেন, ‘কেবল পুথিঁগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উৎকর্ষতা বিকাশের মাধ্যমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টেকসই হয়ে থাকে। খুবই আনন্দিত আমার ছাত্রী বিদ্যালয়ের সভাপতি আরেকজন সহকারী শিক্ষক রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত