Ajker Patrika

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২: ৩৭
দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরীসহ (২১) দুজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

আটক তীর্থ চৌধুরী উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের তুহিন চৌধুরীর ছেলে। আটক অপরজন অনিক আহমেদের (২০) বাড়ি যাত্রাপুর গ্রামে। তবে অনিকের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ছাত্রদল নেতারা তাঁকে ছাত্রলীগের কর্মী দাবি করলেও অনিককে ছাত্রদলের প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।

সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সাবেক ছাত্রদল সভাপতি সজল আহমেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের গণধোলাই দেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম। এ সময় হট্টগোলের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে অনেক শিক্ষার্থীসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি দেখতে পাই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমাদের কাছে হট্টগোলের বিষয়টি জানানোর পর আমরা পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত