Ajker Patrika

জবির দ্বিতীয় ক্যাম্পাসের প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ 

জবি প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৩, ১৫: ৩০
জবির দ্বিতীয় ক্যাম্পাসের প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ 

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন হয়।

ভাঙচুরকারী নূর আলম বাবুলসহ তাঁর বাহিনীকে গ্রেপ্তার এবং নতুন ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের দেয়াল ভাঙার অপরাধে বাবুলসহ তাঁর সহযোগীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে; ক্যাম্পাসের সমতল ভূমি থেকে মাটি চুরি করে ১৫০টি কূপ করেছে, তার তদন্ত ও বিচার করতে হবে; নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সচেষ্ট হতে হবে; নতুন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়ন করতে হবে; নতুন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের জন্য নিজস্ব নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করতে হবে; চলমান সীমানাপ্রাচীরের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে; কোনো অদৃশ্য শক্তি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের ব্যাঘাত না করতে পারে, সেই নিশ্চয়তা দিতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নতুন ক্যাম্পাস হলো আমাদের রাজপথের আন্দোলনের ফসল। এখন এটা রক্ষার জন্য আবারও যদি রাজপথে নামতে হয়, তাহলে তা-ই করবে। আমরা সুকান্তের ঝলসানো রুটির মতো থাকতে চাই না। নির্দিষ্ট সময়ে আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলন হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী পুরান ঢাকায় মানবেতর জীবন যাপন করছে। অধীর আগ্রহে নিয়ে শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাসের জন্য অপেক্ষা করছে। আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এরই মধ্যে আমাদের সাত দফা মেনে নিতে হবে। যদি এরই মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা পুরান ঢাকা অচল করে দেব।’

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে নূর আলম বাবুলের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পূর্ব পাশে মুজাহিদনগর মাদ্রাসার পাশে সীমানাপ্রাচীর ভাঙার ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় হামলাকারীদের। পরে পুলিশ এলে ভাঙচুর চালানো স্থানীয়রা সবাই পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়ি রেখে চলে যায় তারা। পুলিশ গাড়িটি জব্দ করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত