শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জখম করা হয়েছে নিহতের ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। এ সময় ১২ বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্যা চরকুমারীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ মেল্যার ভাই। তিনি চরকুমারিয়া মোল্লারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি চরকুমারীয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য সিরাজ মোল্যা ও তাঁর ভাই ফারুক মোল্লার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ফারুক মোল্লা ও তাঁর ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ইউপি সদস্য সিরাজ মোল্যা পালিয়ে যেতে সক্ষম হন। দুর্বৃত্তরা তাঁদের বসতঘরসহ ১২ ঘরে অগ্নিসংযোগ করে।
স্থানীয় বাসিন্দারা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন। ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে কর্মবিরতি পালন করায় সেখানে এখনো কোনো পুলিশ যায়নি।
নিহতের ভাই ও ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার ভাই ফারুককে কুপিয়ে হত্যা করেছে। আরেক ভাই ফরহাদকে কুপিয়ে জখম করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে। কোনো পুলিশ আমাদের জানমাল রক্ষায় এগিয়ে আসেনি।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আমাদের পুলিশ থানাতেই রয়েছে এবং কর্মবিরতি পালন করছে। পুলিশ এখন কোনো ডিউটির মধ্যে নেই। তাই কোথায় কী হয়েছে তা বলতে পারব না।’
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জখম করা হয়েছে নিহতের ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। এ সময় ১২ বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্যা চরকুমারীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ মেল্যার ভাই। তিনি চরকুমারিয়া মোল্লারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি চরকুমারীয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য সিরাজ মোল্যা ও তাঁর ভাই ফারুক মোল্লার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ফারুক মোল্লা ও তাঁর ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ইউপি সদস্য সিরাজ মোল্যা পালিয়ে যেতে সক্ষম হন। দুর্বৃত্তরা তাঁদের বসতঘরসহ ১২ ঘরে অগ্নিসংযোগ করে।
স্থানীয় বাসিন্দারা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন। ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে কর্মবিরতি পালন করায় সেখানে এখনো কোনো পুলিশ যায়নি।
নিহতের ভাই ও ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার ভাই ফারুককে কুপিয়ে হত্যা করেছে। আরেক ভাই ফরহাদকে কুপিয়ে জখম করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে। কোনো পুলিশ আমাদের জানমাল রক্ষায় এগিয়ে আসেনি।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আমাদের পুলিশ থানাতেই রয়েছে এবং কর্মবিরতি পালন করছে। পুলিশ এখন কোনো ডিউটির মধ্যে নেই। তাই কোথায় কী হয়েছে তা বলতে পারব না।’
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
১৭ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২০ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২০ মিনিট আগে