ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়া—এমন অনেক আজব কথা আমরা প্রায় শুনে থাকি। এমন এক আজব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।
কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’
এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।
কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়া—এমন অনেক আজব কথা আমরা প্রায় শুনে থাকি। এমন এক আজব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।
কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’
এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।
সুনামগঞ্জের মধ্যনগরে খাল পার হতে গিয়ে এক মা ও তাঁর শিশুকন্যা ভেসে গেছে। পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুজন হলো বিলকিছ আক্তার ও তাঁর মেয়ে বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
৭ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ড্রোন শো। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৩ মিনিট আগেআজ সকালে সরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা যাত্রী নিয়ে মধ্যনগরে আসছিল। পথে পিঁপড়াকান্দা সেতুর নিচে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে তাঁকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগেখড়ের ছাউনি দেওয়া ১০ হাত একটি ঘরে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে থাকেন আব্দুল জব্বার (৬৮)। জায়গার অভাবে গোসল করেন সেচ ক্যানেলে। স্ত্রী-সন্তানদের প্রাকৃতিক কাজ সারতে হয় ঝোপঝাড়ে। পানির জন্য যেতে হয় অন্যের নলকূপে। রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বেলাইচণ্ডী সর্দারপাড়া গ্রামে থাকেন আব্দুল...
৩২ মিনিট আগে