Ajker Patrika

ভূঞাপুরে ছাগলের দুধ খেয়ে বেড়ে উঠছে বাছুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুরে ছাগলের দুধ খেয়ে বেড়ে উঠছে বাছুর

কুকুরের দুধ বিড়াল খাওয়া বা বিড়ালের দুধ কুকুরে খাওয়া—এমন অনেক আজব কথা আমরা প্রায় শুনে থাকি। এমন এক আজব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে। টানা চার মাস ধরে ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে গরুর বাছুর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে ঘটেছে এ ঘটনা। এতে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। এ দৃশ্য এক নজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা গেছে, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়াল ঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভি গরু বের করেন। এরপর বাছুরকে বের করার সঙ্গে সঙ্গেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করল। বিষয়টি দেখে সবাই আশ্চর্য। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছেন না তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে শাহ জাহানের বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।

কৃষক শাহ জাহান তালুকদার বলেন, ‘গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভিও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।’

এ দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিলশাদ ও রনি বলেন, গাভির দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি, কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস বলেন, প্রাণীকুলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এ রকম ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত