Ajker Patrika

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ড্রোন শো। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। এই অবস্থায় জননিরাপত্তা ও যানজট এড়াতে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানায় ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ।

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগ জানিয়েছে, ড্রোন শো চলাকালে হাতিরঝিল এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে যাঁরা গুলশান, বারিধারা, নিকেতন, মহাখালী, আড়ং, রামপুরা বা বনশ্রীমুখী যানবাহন ব্যবহার করবেন, তাঁরা রেইনবো ক্রসিং থেকে সাতরাস্তা, লাভ রোড, তিব্বত ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবেন।

এ ছাড়া গুলশান থেকে বের হওয়া যানবাহনগুলো পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল পার হয়ে রেইনবো ক্রসিং ব্যবহার করে গন্তব্যে যেতে পারবে।

ডিএমপি জানিয়েছে, ড্রোন শো শেষ হওয়ার পর হাতিরঝিলে যান চলাচল স্বাভাবিক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত