Ajker Patrika

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, বৃদ্ধার লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে যাওয়ার স্থানে এলাকাবাসীর উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে যাওয়ার স্থানে এলাকাবাসীর উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগরে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া বৃদ্ধার নাম শামছুন্নাহার (৭০)। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, আজ সকালে সরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা যাত্রী নিয়ে মধ্যনগরে আসছিল। পথে পিঁপড়াকান্দা সেতুর নিচে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত