Ajker Patrika

গাজীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৫

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের কালিয়াকৈরে আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় আহত অটোরিকশার চালক মুক্তার হোসেন (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে স্বামী, স্ত্রী, ছেলেসহ একই পরিবারের তিনজন এবং অপর এক যাত্রী নিহত হন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তাঁদের ছেলে ১২ বছরের মো. হুরাইরা। অপর দুই ব্যক্তি হলেন গাজীপুরের মাওনার কেওরা এলাকার ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫) ও অটোরিকশার চালক মুক্তার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে উপজেলার মাওনা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে। পথে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গেছে, অটোরিকশার যাত্রী জাহিদ ও তাঁর ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় জাহিদের স্ত্রী, অন্য দুজন যাত্রী ও অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে পুলিশ জানিয়েছে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশার চালক মুক্তার।

স্থানীয়রা বলেন, কালিয়াকৈর মাওনা সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত