নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
১৬ মিনিট আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
৩১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
৩৮ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
১ ঘণ্টা আগে