নাটোর প্রতিনিধি
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে বিকেলে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় এক নিহত ব্যক্তির স্বজন অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ট্রাকের চালককে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ট্রাকচালকের বিষয়ে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্যমতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেপ্তার করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে বিকেলে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় এক নিহত ব্যক্তির স্বজন অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ট্রাকের চালককে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ট্রাকচালকের বিষয়ে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্যমতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেপ্তার করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
১ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৫ ঘণ্টা আগে