Ajker Patrika

নাটোরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৮, ট্রাকচালক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০০: ৩২
মো. মহির উদ্দিন।  ছবি: সংগৃহীত
মো. মহির উদ্দিন। ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে মহিরকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।

মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। এর আগে বিকেলে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারকে আসামি করে মামলা করে নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় এক নিহত ব্যক্তির স্বজন অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় থেকে ট্রাকের চালককে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ট্রাকচালকের বিষয়ে খোঁজ শুরু করে। চালকের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সূত্রের তথ্যমতে নাটোর সদরের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চালক মহিরকে গ্রেপ্তার করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের কামারখন্দগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত