Ajker Patrika

ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫: ৩৩
শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার পর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। এ সময় তারা ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী নানা স্লোগান দেয়। এ সময় ছয় দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা।

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা বলে, ‘নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম। রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু দাবি আদায়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।’

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে শাহবাগে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পরই তারা সড়ক ছেড়ে দিয়ে পাশে অবস্থান নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

ছবি: আজকের পত্রিকা-৫
ছবি: আজকের পত্রিকা-৫

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— জনসম্মুখে ধর্ষকের শাস্তি; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি এবং কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার ভেতর গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট, ভিকটিমের জবানবন্দি এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে পরবর্তী ৭২ ঘণ্টার ভেতর প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করা; কোনো ধর্ষণের বিচার সালিশি করে সমাধান করা যাবে না করে কেবল রাষ্ট্র বিচার করবে; এখন পর্যন্ত চলমান সব ধর্ষণের বিচারের জন্য ৩০ কার্যদিবসের মধ্যে আলাদা ট্রাইব্যুনাল গঠন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাবদিহি করা।

তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী তাহসিন ইবনে ইউসুফ বলেন, ‘সরকার আইন করছে, ধর্ষকের শাস্তি দিতে ৯০ দিন লাগবে। আমরা ৯০ ঘণ্টার মধ্যে শাস্তি চাই। আমরা বেঁচে থাকতে আমাদের মা-বোনের সঙ্গে অন্যায় আচরণ করে কেউ ছাড় পেতে পারে না।’

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত