Ajker Patrika

উত্তরখান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৪
উত্তরখান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার উত্তরখান থেকে মোছা. হাসিনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রানা মিয়া পলাতক রয়েছেন।

মৃত গৃহবধূ সাভারের নবীনগরের রানা মিয়ার স্ত্রী। বর্তমানে উত্তরখান মাজারের ২৩৬৮ /ডি নম্বর ভাড়া বাড়িতে স্বামী ও শিশুছেলেসহ বসবাস করতেন তিনি।

ওই বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উত্তরায় আমাদের এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এসে দেখি ভাড়াটিয়ার ঘরে এক নারী গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

উপপরিদর্শক আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর স্বামী রানা মিয়া ও স্বজনদের পাওয়া যায়নি। তাই বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে উত্তরখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। একই সঙ্গে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী একাধিক বিয়ে করেছেন, যার কারণে পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত