প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি।
শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি।
শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৪ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে