নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।
আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সব দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।’
৭ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৮ মিনিট আগেসাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব অ্যাকাউন্টে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
২০ মিনিট আগেঅবরুদ্ধের এক মাস পর জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
২৩ মিনিট আগে