Ajker Patrika

জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে মারধর, কারাগারে ছেলে 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ২০: ৩৮
জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে মারধর, কারাগারে ছেলে 

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি লিখে না দেওয়ায় মা-বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ছেলে। পরে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে রোববার উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর ছনকা গ্রামে মারধরের ঘটনা ঘটে। পরদিন সোমবার রাতে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল বাতেন (৩৫)। উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর ছনকা গ্রামের আন্নেছ আলীর ছেলে।

ভুক্তভোগী আন্নেছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আব্দুল বাতেন আমাদের কোনো ভরণ-পোষণ দেয় না। প্রতিবেশীদের কথায় সে মাঝেমধ্যেই জমির জন্য আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। আমি ও আমার স্ত্রীকে ভরণ-পোষণ করার শর্তে বাড়ি ছাড়া সব জমি লিখে দিই। আমার নামে থাকা বসতবাড়ি লিখে না দেওয়ায়, আমাকে বাড়ি থেকে বের করে দেয়। গত রোববার সকালে সে আমার স্ত্রী উজালা বেগমের ডান হাতের কবজি ভেঙে দেয় ও আমার গলা টিপে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে।’

আন্নেছ আলী আরও বলেন, ‘ঘরের ভেতর তামাক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা আলমারি ভেঙে নিয়ে যায় ছেলে ও তাঁর স্ত্রী এলমা বেগম।’

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার উত্তর ছনকা গ্রামের আন্নেছ আলী বাদী হয়ে গতকাল সোমবার তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই রাতেই আসামি আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত