Ajker Patrika

মানিকগঞ্জে সবজি ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে সবজি ব্যবসায়ীকে হত্যা

দর উপজেলায় রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত রোববার দিবাগত রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এসআই মনিরুজ্জামান জানান, রোববার মধ্য রাতে একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ জাগীর এলাকায় সবজির আড়তে যাচ্ছিলেন রবিন। বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসার পর রাস্তায় বাঁশ ফেলে ১০-১২ জন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে। এরপর তাঁদেরকে রাস্তার পাশে একটি ফসলের খেতে নিয়ে যায়। এরপর হিরনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রবিনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়। এরপর ইজিবাইক ও রবিনের কাছে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। 
 
এসআই মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে। খুব শিগগিরই হত্যার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত