Ajker Patrika

রায়পুরায় ছুরিকাঘাতে প্রবাসী যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
রায়পুরায় ছুরিকাঘাতে প্রবাসী যুবক নিহত

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের। 

নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ১৫ দিন আগে দেশে ফিরেছেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি ও বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান সেলিম। 

চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। 

হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত