নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি ও বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান সেলিম।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি ও বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান সেলিম।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং ভবিষ্যতের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক গ্রিনহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২ মিনিট আগেহাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ইচ্ছা ছিল যেন সাধারণভাবে দাফন করা হয়। তাই সেই অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।’
৩০ মিনিট আগেচট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
৩৩ মিনিট আগেগত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
৪১ মিনিট আগে