নিজস্ব প্রতিবেদক, সাভার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আজ সোমবার বেলা ১১টা থেকে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে সহস্রাধিক আন্দোলনকারী মিছিল নিয়ে ঢাকার দিকে যাত্রা করেন। সাভার বাসস্ট্যান্ডে আসার পর পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহাজাতপুরে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ রমজান আলীর মৃত্যু হয়।
বাইপাইল আরতের মাছ ব্যবসায়ী আবদুল আওয়াল বলেন, ‘রমজান বাইপাইল আরতে শ্রমিকের কাজ করতেন। কর্মরত অবস্থায় হঠাৎ গুলি এসে তাঁর বুকে লাগে। বেলা দেড়টার দিকে এনাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
আজ সোমবার সকাল থেকে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাভারে শক্ত অবস্থান নেয়।
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সংযোগস্থল আশুলিয়ার বাইপাইল ও সাভারের আমিনবাজারে অবস্থান নেন সেনাসদস্যরা। সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ নবীনগর-চন্দ্রা সড়কে পুলিশকে টহল দিতে দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নজরদারি ও মহড়ার মধ্যেও আন্দোলনকারীরা আজ সোমবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি করে আন্দোলনকারীদের চাপে রাখার চেষ্টা করেছেন। গুলিতে এ পর্যন্ত সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে রেডিও কলোনির গলিতে গুলিতে আহত হন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক হাসিবুর রহমান। তাঁর বুকে ও চোখের পাতায় ছররা গুলি লাগে। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের সাভার বাজার রোডের গলি ও অন্ধ মার্কেটর গলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আশুলিয়ার খেজুর টেকের শফিকুল ইসলাম (২৫), আড়াপারার রিকশাচালাক মামুন (২৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে বেলা ১টার দিকে আন্দোলনকারীরা ধামরাই উপজেলা পরিষদের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আজ সোমবার বেলা ১১টা থেকে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে সহস্রাধিক আন্দোলনকারী মিছিল নিয়ে ঢাকার দিকে যাত্রা করেন। সাভার বাসস্ট্যান্ডে আসার পর পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহাজাতপুরে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ রমজান আলীর মৃত্যু হয়।
বাইপাইল আরতের মাছ ব্যবসায়ী আবদুল আওয়াল বলেন, ‘রমজান বাইপাইল আরতে শ্রমিকের কাজ করতেন। কর্মরত অবস্থায় হঠাৎ গুলি এসে তাঁর বুকে লাগে। বেলা দেড়টার দিকে এনাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
আজ সোমবার সকাল থেকে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাভারে শক্ত অবস্থান নেয়।
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সংযোগস্থল আশুলিয়ার বাইপাইল ও সাভারের আমিনবাজারে অবস্থান নেন সেনাসদস্যরা। সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ নবীনগর-চন্দ্রা সড়কে পুলিশকে টহল দিতে দেখা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নজরদারি ও মহড়ার মধ্যেও আন্দোলনকারীরা আজ সোমবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি করে আন্দোলনকারীদের চাপে রাখার চেষ্টা করেছেন। গুলিতে এ পর্যন্ত সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে রেডিও কলোনির গলিতে গুলিতে আহত হন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক হাসিবুর রহমান। তাঁর বুকে ও চোখের পাতায় ছররা গুলি লাগে। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের সাভার বাজার রোডের গলি ও অন্ধ মার্কেটর গলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আশুলিয়ার খেজুর টেকের শফিকুল ইসলাম (২৫), আড়াপারার রিকশাচালাক মামুন (২৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে বেলা ১টার দিকে আন্দোলনকারীরা ধামরাই উপজেলা পরিষদের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩০ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে