নারায়ণগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘এত দিন প্রশাসন আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে চা-নাশতা করেছে। আমরা আর এ ধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ডেভিল হান্টের মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি পুনরায় করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। চব্বিশের অভ্যুত্থানের পর এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার আর নেই। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘এত দিন প্রশাসন আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে চা-নাশতা করেছে। আমরা আর এ ধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ডেভিল হান্টের মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি পুনরায় করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। চব্বিশের অভ্যুত্থানের পর এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার আর নেই। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
৯ মিনিট আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৩৩ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৩৭ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
৪১ মিনিট আগে