Ajker Patrika

গণপরিবহন অচল নিজস্ব যানবাহন সচল

নিজস্ব প্রতিবেদক
গণপরিবহন অচল নিজস্ব যানবাহন সচল

ঢাকা: করোনার সংক্রমণ বাড়ায় আবারও আন্তজেলা গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে হুট করে এমন সিদ্ধান্তের ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ জনগণ। রাজধানী থেকে অনেকেই পায়ে হেঁটে রওনা দিচ্ছে সাভার–মানিকগঞ্জের পথে। তবে গণপরিবহনের মাধ্যমে রাজধানী ছাড়তে না পারলেও, সচল রয়েছে নিজস্ব যানবাহন।

আজ মঙ্গলবার রাজধানী গাবতলি বাস টার্মিনাল তিন রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে যে সব বাস সাভার, মানিকগঞ্জের পথে যাচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সেগুলো ঘুরিয়ে দিচ্ছে। তবে নিজস্ব যানবাহন চলাচলে বাধা না থাকায় প্রচুর প্রাইভেট কার ও মাইক্রোবাস যেতে দেখা যায়।

বিরক্ত প্রকাশ করে এক পথচারী বলেন, লকডাউনের কথা আমি জানতাম না। জানলে অবশ্যই বের হতাম না। গুলিস্তান থেকে গাবতলি আসছি মানিকগঞ্জ যাব বলে। বাস পাচ্ছি না তাই হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে বাসে উঠব।

বিভিন্ন পয়েন্টে অনেকে হন্যে হয়ে খুঁজছেন যানবাহন। যে যেভাবে পারছেন গাড়িতে উঠে পড়ছেন। অনেকে মিনিট্রাক, মাইক্রোবাসে দ্বিগুণ ভাড়া দিয়ে গাদাগাদি করে উঠছেন। আবার কেউ কেউ মোটরসাইকেল যোগে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার সুযোগটা কাজে লাগাচ্ছে এসব ছোট বাহন।

ট্রাফিক পুলিশ মাহবুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সাতটি জেলা নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা আন্তজেলার কোনো গাড়ি সাভার ব্রিজ পার হতে দিচ্ছি না। তবে জরুরি সেবার যানবাহনের কথা ভিন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত