খুলনা প্রতিনিধি
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, রায়হান এবং আরও ৯ যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাপ্পিকে পতিত সরকারের দোসর আখ্যায়িত করে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে টাকা না দিলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে বলে হুমকি দেন।
এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদের ধাওয়া দেয়। এ সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘রাতে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে এবং চাঁদা চায়। কিন্তু বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তাঁরা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।’
এ বিষয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, রায়হান এবং আরও ৯ যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাপ্পিকে পতিত সরকারের দোসর আখ্যায়িত করে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে টাকা না দিলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে বলে হুমকি দেন।
এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদের ধাওয়া দেয়। এ সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘রাতে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে এবং চাঁদা চায়। কিন্তু বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তাঁরা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।’
এ বিষয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিপোর্ট যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছে। তুহিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি আজকের পত্রিকার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তাহীনতা ঘিরে উঠেছে প্রবল উদ্বেগ। এ ঘটনার পরপরই উদ্যান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত
২১ মিনিট আগেডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তারা কারামুক্ত হন।
৩৯ মিনিট আগে