Ajker Patrika

সমাবেশের পর হামলা, এসপি কার্যালয়ে এনসিপি নেতারা

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পর হামলা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পর হামলা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এনসিপি নেতারা বলেন, ‘আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশে যাচ্ছে। তাঁদের ওপর হামলার আশঙ্কা করছি। গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি। তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি।’

গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পর হামলা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পর হামলা। ছবি: সংগৃহীত

এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।’

এ দিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে।

এর আগে এদিন এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইউএনওর গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত