Ajker Patrika

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২: ১০
ফাইল ছবি
ফাইল ছবি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (২০) নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ২টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় ওই যুবক আহত হন। আহত অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।

আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন, ‘দুপুরে খবর পাই, আমার ছেলের শরীরে গুলি লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সদর হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় পাই। সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। তার বাবার নাম সুশীল বিশ্বাস। বাড়ি সদর উপজেলার মোহাম্মদপাড়ায়।’

আহত সুমন জানান, তিনি সদরের পাচুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে চাকরি করেন। দুপুরে সংঘর্ষ দেখে কাজ ছেড়ে বাড়িতে চলে যাওয়ার জন্য বের হন। তবে সেখানে অনেক সংঘর্ষ চলছিল। এ জন্য সেখানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি গুলি এসে তাঁর পেটের ডান পাশের পেছনের দিকে লাগে। গুলিটি বেরিয়ে যায় পেটের সামনের দিক দিয়ে। তখন ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, তাঁর পেটের সামনে ও পাশে দুটি ছিদ্র রয়েছে। এ ছাড়া ডান হাতের একটি আঙুলও ক্ষত হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত