নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও সারা দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উত্থাপন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত তিন দফা দাবিগুলো হলো— অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা, আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত পুলিশি কাঠামো ভেঙে গোটা ব্যবস্থা সংস্কার করা, গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কাউকেই আমরা আইনের ঊর্ধ্বে দেখতে চাই না। গোপালগঞ্জে আমাদের আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিফাত আরও বলেন, পুলিশি ব্যবস্থা এখন আর জনগণের সেবক নয়। এটা এখন শাসক দলের লাঠিয়াল বাহিনী। এই কাঠামো ভেঙে একটি গণমুখী ও নিরপেক্ষ নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিফাত বলেন, তাঁর উপস্থিতি সরকারের নিরাপত্তানীতির স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ আরও বলেন, এই দেশে আর নৌকা প্রতীকের কোনো স্থান নেই। নির্বাচনী ব্যালট পেপারেও নৌকা থাকতে পারবে না।
এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও পরে সেই কর্মসূচি স্থগিত করে রাজপথে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও সারা দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উত্থাপন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত তিন দফা দাবিগুলো হলো— অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা, আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত পুলিশি কাঠামো ভেঙে গোটা ব্যবস্থা সংস্কার করা, গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কাউকেই আমরা আইনের ঊর্ধ্বে দেখতে চাই না। গোপালগঞ্জে আমাদের আন্দোলনের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিফাত আরও বলেন, পুলিশি ব্যবস্থা এখন আর জনগণের সেবক নয়। এটা এখন শাসক দলের লাঠিয়াল বাহিনী। এই কাঠামো ভেঙে একটি গণমুখী ও নিরপেক্ষ নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিফাত বলেন, তাঁর উপস্থিতি সরকারের নিরাপত্তানীতির স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে রিফাত রশিদ আরও বলেন, এই দেশে আর নৌকা প্রতীকের কোনো স্থান নেই। নির্বাচনী ব্যালট পেপারেও নৌকা থাকতে পারবে না।
এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও পরে সেই কর্মসূচি স্থগিত করে রাজপথে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
১৭ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
৩৬ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
৪০ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪২ মিনিট আগে