Ajker Patrika

টঙ্গীতে চুরি ঠেকাতে হাসপাতালের স্টোর রুম সিলগালা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে চুরি ঠেকাতে হাসপাতালের স্টোর রুম সিলগালা

গাজীপুরের টঙ্গীর শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের স্টোর রুম সিলগালা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত দুই পর্বের বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা সেবায় ব্যবহৃত সরঞ্জামাদি ও অব্যবহৃত ওষুধ চুরি ঠেকাতে স্টোর রুমটি সিলগালা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল ইসলাম এ আদেশ দেন। 

হাসপাতাল পরিদর্শন শেষে মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ। বিশ্ব ইজতেমায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে ওষুধ ও চিকিৎসা সেবায় ব্যবহিত সরঞ্জামাদি দেওয়া হয়। তারই অবশিষ্ট ওষুধ ও সরঞ্জামাদি নষ্ট বা চুরি ঠেকাতেই কক্ষটি সিলগালা করা হয়েছে। আগামী বছর ইজতেমা আয়োজন করা হলে ওষুধ ও সরঞ্জামগুলো পুনরায় ব্যবহার করা হবে।’ 

হাসপাতাল পরিদর্শক আরও বলেন, ‘চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে নির্দেশ দিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশে নির্দেশনা দিয়েছি।’ 

এ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন—হাসপাতালটির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার তারেক হাসানসহ আরও অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত