Ajker Patrika

আচরণবিধি ভেঙে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী চুমকি

গাজীপুর প্রতিনিধি
আচরণবিধি ভেঙে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী চুমকি

আচরণবিধি ভেঙে নেতা কর্মীদের শোডাউন করে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন মনোনয়নপত্রটি জমা দেন। 

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এর আগে তিন বারের সংসদ সদস্য। এবার ৪র্থ বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী। 

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। এ সময় প্রার্থীর সঙ্গে প্রস্তাবকারী, সমর্থনকারী সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকার কথা বলা থাকলেও আওয়ামী লীগের এ প্রার্থী নেতা কর্মীদের শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। 

এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। অন্যদিকে গাজীপুরের জেলা প্রশাসক ও সংসদ নির্বচনের রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে প্রথমে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এ সময় তাঁর সঙ্গে প্রায় এক হাজার নেতা কর্মী ও সমর্থক ছিলেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল হয়। 

পরে তিনি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্রটি জমা দেন। এ সময় তার সঙ্গে সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ে প্রায় ১২-১৫ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা আ. লীগ প্রার্থী। ছবি: আজকের পত্রিকা  তারা হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাকসুদ-উল আলম, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া ওই সময় সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ের আশপাশে সহস্রাধিক নেতা কর্মীর জমায়েত দেখা যায়। 

এদিকে গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতার উজ্জামান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (তৃতীয় লিঙ্গ) ঊর্মি, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আল আমিন দেওয়ান, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এস এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত