Ajker Patrika

হরিরামপুরে আগুনে পুড়েছে তিন বসতঘর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়ে গেছে একই পরিবারের তিনটি বসতঘর। আজ বুধবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ঘটনায় তিনটি বসত ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র পুরে গেছে। 

দিয়াপাড় গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল, উজ্জ্বল, চঞ্চলের তিনটি ঘরের মধ্যে দুটি পুরোপুরি পুড়ে গেছে। একটি ঘরের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বেশির ভাগই পুড়ে গেছে।

উজ্জ্বল বলেন, ‘আমি মাটি কাটার কাজ করতে গিয়েছিলাম। এসে দেখি, আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার স্ত্রী রান্না করছিল। রান্না করার সময় পাশের ঘরে যান। এসে দেখেন আগুন ধরে গেছে।’

হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি বসতঘর পুরোপুরি, একটি আংশিক এবং রান্নাঘর পুড়ে গেছে। আসবাবপত্র, টেলিভিশনসহ ঘরের জিনিসপত্রও পুড়ে গেছে। তাতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত