Ajker Patrika

নাসির উদ্দীনসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ, বিকালে তোলা হবে আদালতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৩: ১৩
নাসির উদ্দীনসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ, বিকালে তোলা হবে আদালতে

ঢাকা: আবাসন ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দায়ের করা গোয়েন্দা পুলিশের মাদক আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে তাদের আদালতে তোলা হবে।

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির সাভার থানায় দায়ের করা মামলায় আবাসন ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিমানবন্দর থানায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলার বাকি তিন আসামি হলেন-লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

মামলার বাদী ডিবি গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার আজকের পত্রিকাকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ধরনের মদ পাওয়া গেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। দুপুর সাড়ে ১২টায় জানান, এখনো আসামিরা ডিবি কার্যালয়ে আছে। দুইটার দিকে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গত রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত