Ajker Patrika

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।

অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত