নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।
অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।
অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
১৬ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
৩২ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে