প্রতিনিধি
গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তিল তিল করে এখানে বৃদ্ধদের থাকার ঘর নির্মাণ করেছি। প্রতিষ্ঠা করেছি ভজনালয়। এছাড়া এখানে পুকুর, বাথরুম, রান্নাঘরসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। ইউএনও বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমরা সংস্কারের কাজ শুরু করেছি।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।
গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তিল তিল করে এখানে বৃদ্ধদের থাকার ঘর নির্মাণ করেছি। প্রতিষ্ঠা করেছি ভজনালয়। এছাড়া এখানে পুকুর, বাথরুম, রান্নাঘরসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। ইউএনও বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমরা সংস্কারের কাজ শুরু করেছি।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৪ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৪ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে