Ajker Patrika

সখীপুরে বাড়ির পাশে ঘাস দিয়ে ঢাকা ছিল গৃহবধূর লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭: ৫৩
টাঙ্গাইলের সখীপুরে লাশের পাশে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের সখীপুরে লাশের পাশে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা দেওয়া এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমিনা আসন্ন কোরবানির ঈদের পশু কেনার বিষয়ে কথা বলতে গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে দেবরদের বাড়িতে যান। এদিকে আমিনার ছেলেমেয়ে মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে আমিনার মেয়ে লিতু আক্তার বাড়ির পশ্চিমে সড়কের পাশে ধানখেতে মায়ের লাশ দেখতে পায়। লাশটি উপুড় হয়ে পড়েছিল এবং শরীর আংশিক ঘাস দিয়ে ঢাকা ছিল। এ সময় লিতুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ওসি জাকির বলেন, আমিনার গলায় ওড়না প্যাঁচানো, মাথা ঘাস দিয়ে ঢাকা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত