Ajker Patrika

প্রবাসীর স্ত্রী খুন: ভাড়াটে খুনিদের চালান ভারতে পলাতক দাগি আসামিরা, বলছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রবাসীর স্ত্রী খুন: ভাড়াটে খুনিদের চালান ভারতে পলাতক দাগি আসামিরা, বলছে পুলিশ

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত‍্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত