রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৫ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে