অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ্যে সড়কের ওপর দুলাল মিয়া নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন রনি মিয়া এবং একই সময় ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছেন কায়েছ মিয়া— এই অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা একটি এজাহার দায়ের করা হয়েছে।
গত ১৭ এপ্রিল কিশোরগঞ্জ পৌর শহরের ডায়বেটিস সমিতির সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু স্বজনদের দাবি, রনি মিয়া ১৬ বছর আগে খুন হয়েছেন এবং কায়েছ মিয়া সাত বছর ধরে মালয়েশিয়া প্রবাসী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল অষ্টগ্রামের খয়েরপুর–আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের কয়েকজন কিশোরগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ পৌর শহরের ডায়াবেটিস সমিতির সামনের সড়কে হামলার শিকার হন।
তাঁদের মধ্যে দুলাল মিয়া মামলার ২ নম্বর সাক্ষী। মামলার ৩১ নম্বর আসামি রনি ছুরি দিয়ে দুলাল মিয়ার ডান কাঁধে আঘাত করে মারাত্মক জখম করেন। আর মামলার ২০ নং আসামি কায়েছ মিয়া আরেক সাক্ষী কবির মিয়াকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। পরে আরেক আসামি হাকিম তাঁর সঙ্গে যোগ দিয়ে আরেক সাক্ষী ফরিদ মিয়াকে লোহার রড দিয়ে পেটান।
এ ঘটনায় বাদী হয়ে ২০ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় ৩১ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী। তবে আসামিদের স্বজনরা জানান, এজাহারভুক্ত আসামি রনি (বয়স উল্লেখ করা হয়েছে ২৭ বছর) ২০০৯ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ঢাকায় খুন হন। আর কায়েছ মিয়া ৭ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী।
কায়েছ মিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর ধরে বিদেশ থাকি, তিন বছর আগে বড় ছেলেকেও মালয়েশিয়া নিয়ে আসছি। আমি কীভাবে দেশে গিয়ে মারপিট করলাম? আমি এই মিথ্যা মামলার বাদী ও সাক্ষীর শাস্তি চাই।’
রনির মা রহিমা মামলার বিষয়ে বলেন, ‘আমার নিভানো আগুন জ্বালিয়ে দিল ওরা! ২০০৯ সালে ঢাকা বিমানবন্দর এলাকায় খুন হয় আমার ছেলেটা। এখনো সেই মামলা চলছে। খুন হওয়া ছেলেরে আসামি করছে, তাদের উদ্দেশ্য কী? আমি এই ঘটনার বিচার চাই।’
আরেক আসামি ৫৫ বছর বয়সী আক্তার মিয়া বলেন, ‘ঘটনার দিন আমি আব্দুল্লাপুর হাওরে হাঁসের খামার ছিলাম। অলৌকিকভাবে কিশোরগঞ্জ গেলাম কেমনে? মিথ্যা আসামি করা হয়েছে আমারে।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আয়ূব আলী বলেন, ‘সাত বছর আগে যদি বিদেশ থাকে, ওনারা কীভাবে জড়িত থাকব কিশোরগঞ্জে, থাকব না। এইডা ভুলের মাধ্যমে নাম দিতে পারে। যেরা যেরা (সাক্ষী) মাইর খাইছে হেরা প্রত্যেকে নাম কইছে, হেই (সেই) নামগুলোই আসামি করা হইছে।’
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক মোহাম্মদ তুতুল উদ্দিন বলেন, ‘ওসি স্যার ছুটিতে আছেন, বিষয়টি এখনই জানলাম। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশ্যে সড়কের ওপর দুলাল মিয়া নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন রনি মিয়া এবং একই সময় ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছেন কায়েছ মিয়া— এই অভিযোগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা একটি এজাহার দায়ের করা হয়েছে।
গত ১৭ এপ্রিল কিশোরগঞ্জ পৌর শহরের ডায়বেটিস সমিতির সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু স্বজনদের দাবি, রনি মিয়া ১৬ বছর আগে খুন হয়েছেন এবং কায়েছ মিয়া সাত বছর ধরে মালয়েশিয়া প্রবাসী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল অষ্টগ্রামের খয়েরপুর–আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের কয়েকজন কিশোরগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ পৌর শহরের ডায়াবেটিস সমিতির সামনের সড়কে হামলার শিকার হন।
তাঁদের মধ্যে দুলাল মিয়া মামলার ২ নম্বর সাক্ষী। মামলার ৩১ নম্বর আসামি রনি ছুরি দিয়ে দুলাল মিয়ার ডান কাঁধে আঘাত করে মারাত্মক জখম করেন। আর মামলার ২০ নং আসামি কায়েছ মিয়া আরেক সাক্ষী কবির মিয়াকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। পরে আরেক আসামি হাকিম তাঁর সঙ্গে যোগ দিয়ে আরেক সাক্ষী ফরিদ মিয়াকে লোহার রড দিয়ে পেটান।
এ ঘটনায় বাদী হয়ে ২০ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় ৩১ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী। তবে আসামিদের স্বজনরা জানান, এজাহারভুক্ত আসামি রনি (বয়স উল্লেখ করা হয়েছে ২৭ বছর) ২০০৯ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ঢাকায় খুন হন। আর কায়েছ মিয়া ৭ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী।
কায়েছ মিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর ধরে বিদেশ থাকি, তিন বছর আগে বড় ছেলেকেও মালয়েশিয়া নিয়ে আসছি। আমি কীভাবে দেশে গিয়ে মারপিট করলাম? আমি এই মিথ্যা মামলার বাদী ও সাক্ষীর শাস্তি চাই।’
রনির মা রহিমা মামলার বিষয়ে বলেন, ‘আমার নিভানো আগুন জ্বালিয়ে দিল ওরা! ২০০৯ সালে ঢাকা বিমানবন্দর এলাকায় খুন হয় আমার ছেলেটা। এখনো সেই মামলা চলছে। খুন হওয়া ছেলেরে আসামি করছে, তাদের উদ্দেশ্য কী? আমি এই ঘটনার বিচার চাই।’
আরেক আসামি ৫৫ বছর বয়সী আক্তার মিয়া বলেন, ‘ঘটনার দিন আমি আব্দুল্লাপুর হাওরে হাঁসের খামার ছিলাম। অলৌকিকভাবে কিশোরগঞ্জ গেলাম কেমনে? মিথ্যা আসামি করা হয়েছে আমারে।’
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আয়ূব আলী বলেন, ‘সাত বছর আগে যদি বিদেশ থাকে, ওনারা কীভাবে জড়িত থাকব কিশোরগঞ্জে, থাকব না। এইডা ভুলের মাধ্যমে নাম দিতে পারে। যেরা যেরা (সাক্ষী) মাইর খাইছে হেরা প্রত্যেকে নাম কইছে, হেই (সেই) নামগুলোই আসামি করা হইছে।’
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক মোহাম্মদ তুতুল উদ্দিন বলেন, ‘ওসি স্যার ছুটিতে আছেন, বিষয়টি এখনই জানলাম। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের বহদ্দারহাটে একটি আস্তানায় অভিযান চালিয়ে ‘দুর্ধর্ষ এক সন্ত্রাসী’সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এ সময় একটি গোপন টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং টর্চার সেলে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
১৬ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৬ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৭ ঘণ্টা আগে