Ajker Patrika

মনোহরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবনযাপন

প্রতিনিধি
মনোহরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবনযাপন

মনোহরদী (নরসিংদী): করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ প্রায় এক বছরের ও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নরসিংদীর মনোহরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রতিষ্ঠান থেকে ঠিকমতো বেতন দিতে পারছেন না মালিকপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কিন্ডারগার্টেন শিক্ষক বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আমরা ঠিকমতো বেতন পাচ্ছি না। এই ক্রান্তিলগ্নে সরকার আমাদের পাশা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমন প্রত্যাশা প্রতিটি শিক্ষকের।

জানা গেছে, মনোহরদীতে কিন্ডারগার্টেন স্কুল আছে প্রায় ৯০ টির মতো। শিক্ষক-কর্মচারী এক হাজারের ওপরে ।

ফেমাস মডেল একাডেমির প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে এ সমস্যার সমাধান অসম্ভব।তবে শিক্ষকদের এই দুর্দিনে সরকারের উচিত শিক্ষকদের পাশে থাকা।

মনোহরদী উদয়ন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাশেম বলেন, সরকার কিন্ডারগার্টেন শিক্ষকদের কোন ধরনের প্রণোদনা ঘোষণা করলে আমরা সঙ্গে সঙ্গে তা কিন্ডারগার্টেন শিক্ষকদের হাতে পৌঁছে দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত