মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী মোসাম্মত সাথী আক্তারকে অ্যাসিড ছুড়ে হত্যা করার দায়ে সাবেক স্বামী মো. নাঈম মল্লিককে (৩১) মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি মথুর নাথ সরকার রায়ে সন্তুষ্ট বলে জানান। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।
নিহত সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
দণ্ডাদেশ পাওয়া নাঈম মল্লিক সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা এবং সাথী আক্তারের সাবেক স্বামী।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি রাতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রী সাথী আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন নাঈম মল্লিক। অ্যাসিডে সাথীর হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ওই দিন রাতেই গুরুতর আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ঘটনার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়। পরে এই ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম ২০২২ সালের ১২ এপ্রিল নাঈম মল্লিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতের বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশের রায় ঘোষণা করেন।
পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের জেরে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিকের সঙ্গে সাথী আক্তারের ছাড়াছাড়ি হয়। এরপর সাথী সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী মোসাম্মত সাথী আক্তারকে অ্যাসিড ছুড়ে হত্যা করার দায়ে সাবেক স্বামী মো. নাঈম মল্লিককে (৩১) মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি মথুর নাথ সরকার রায়ে সন্তুষ্ট বলে জানান। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন।
নিহত সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
দণ্ডাদেশ পাওয়া নাঈম মল্লিক সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা এবং সাথী আক্তারের সাবেক স্বামী।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৯ জানুয়ারি রাতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রী সাথী আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন নাঈম মল্লিক। অ্যাসিডে সাথীর হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ওই দিন রাতেই গুরুতর আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ঘটনার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়। পরে এই ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম ২০২২ সালের ১২ এপ্রিল নাঈম মল্লিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতের বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশের রায় ঘোষণা করেন।
পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের জেরে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিকের সঙ্গে সাথী আক্তারের ছাড়াছাড়ি হয়। এরপর সাথী সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তেজগাঁও থানা-পুলিশ গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহিনবাগের ওই বাসায় গিয়ে পুলিশ সদস্যরা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছে সাজেদুলের পরিবার।
১৬ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর বাজার ইজারা নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে বাজারের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কের ওই বাজারে ইজারাদারের প্রতিনিধির সঙ্গে...
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে