চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর বাজার ইজারা নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে বাজারের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কের ওই বাজারে ইজারাদারের প্রতিনিধির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই বাজার বিগত সরকারের সময়ে ইজারা ছাড়াই প্রভাবশালীরা চাঁদা উত্তোলন করে ভাগ-বাঁটোয়ারা করে নিত। ৫ আগস্টের পর চলতি বাংলা সনের ১ বৈশাখ থেকে বাজার ইজারা নেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। তাঁর প্রতিনিধি গোলাম কিবরিয়াকে ইজারার দৈনিক টাকা আনতে গেলে তাঁকে চাঁদাবাজ বলে মাছ ব্যবসায়ীরা প্রতিরোধ করে এবং সর্বশেষ তাঁকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাটিয়ালপুর চৌরাস্তায় প্রতিদিন ভোরে পাইকারি মাছবাজার বসে। ১৪ জন আড়তদার মাছ ক্রয়-বিক্রি করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাছবাজারে আগমন ঘটে। মৌসুমের সময় দৈনিক প্রায় ৫০ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রি করা হয়। বর্তমানেও দৈনিক বেশ কয়েক লাখ টাকার মাছ ক্রয়-বিক্রি করা হয়। আগে ইজারা প্রথা না থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলা ১৪৩২ সনের এক বছরের জন্য বাজার ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। উন্মুক্ত টেন্ডার অনুষ্ঠানের মাধ্যমে ইজারা পান উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে।
আব্দুল মতিনের বিপক্ষ হয়ে দাঁড়ান পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী। ইমাম হোসেন ইজারা বাতিলের দাবিতে এবং আব্দুল মতিন রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।
ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মনির হোসেন বলেন, ‘এই বাজার আগে ইজারা ছিল না। কারণ পৌরসভার ন্যূনতম কোনো সুবিধা ব্যবসায়ীরা পাননি। যে কারণে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া ইজারা বাতিলের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, সেনাক্যাম্প, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু যিনি ইজারা নিয়েছেন তিনি উপস্থিত না হয়ে তাঁর প্রতিনিধি দিয়ে আমাদের কাছ কমিশন আদায়ের চেষ্টা চালান। যে কারণে তাঁর সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ হয়। আজকে গোলাম কিবরিয়া স্থানীয় কিশোর গ্যাংদের নিয়ে আমাদের ওপর হামলা করেন। এতে আমি নিজেসহ ব্যবসায়ী আলম শেখ, গিয়াস উদ্দিন, জাফর, আনেয়ার, শুভ, ছলেমান খান ও ইলিয়াছ খান আহত হন।’
ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘ইজারা নেওয়ার পর মাছ ব্যবসায়ীরা খাজনা দিতে আপত্তি জানান। যে কারণে তাঁদের নিয়ে সেনাবাহিনী ও পুলিশ বৈঠকে বসে। তাঁদেরকে খাজনা কম দিয়ে হলেও ইজারা বহাল রাখার জন্য পরামর্শ দেন। কিন্তু তাঁরা প্রথমে এ প্রস্তাবে সম্মত হলেও পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তান (ওসি) কাছে গিয়ে বলেন তাঁরা খাজনা দেবেন না। এরপর তাঁরা আমার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে চাঁদাবাজ বলে মারধর করেন। তাঁদের হামলায় বেশ কয়েকজন আহত হন। পুরো ঘটনাটির নেপথ্যে কাজ করছেন স্থানীয় প্রভাবশালী ও আড়তদার সফিক, ইলিয়াছ, মনির ও রাজু।’
ব্যবসায়ীদের পক্ষ নেওয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী বলেন, ‘প্রায় ১৬ বছর এই বাজার ইজারা হয়নি। এখন নতুন করে ইজারা নিয়েছেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ইজারা নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছেন। এতে আমাদের দলের বদনাম হবে। যে কারণে আমি ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছি। কারণ এই বাজারের সঙ্গে প্রায় ১ হাজার লোকের জীবন-জীবিকা জড়িত। ব্যবসায়ীরা তাঁকে ৬ লাখ টাকা নিয়ে তাঁদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে বলেন। কিন্তু ইজারাদার দৈনিক কমিশন হারে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর বাজার ইজারা নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে বাজারের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কের ওই বাজারে ইজারাদারের প্রতিনিধির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই বাজার বিগত সরকারের সময়ে ইজারা ছাড়াই প্রভাবশালীরা চাঁদা উত্তোলন করে ভাগ-বাঁটোয়ারা করে নিত। ৫ আগস্টের পর চলতি বাংলা সনের ১ বৈশাখ থেকে বাজার ইজারা নেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। তাঁর প্রতিনিধি গোলাম কিবরিয়াকে ইজারার দৈনিক টাকা আনতে গেলে তাঁকে চাঁদাবাজ বলে মাছ ব্যবসায়ীরা প্রতিরোধ করে এবং সর্বশেষ তাঁকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাটিয়ালপুর চৌরাস্তায় প্রতিদিন ভোরে পাইকারি মাছবাজার বসে। ১৪ জন আড়তদার মাছ ক্রয়-বিক্রি করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাছবাজারে আগমন ঘটে। মৌসুমের সময় দৈনিক প্রায় ৫০ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রি করা হয়। বর্তমানেও দৈনিক বেশ কয়েক লাখ টাকার মাছ ক্রয়-বিক্রি করা হয়। আগে ইজারা প্রথা না থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলা ১৪৩২ সনের এক বছরের জন্য বাজার ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। উন্মুক্ত টেন্ডার অনুষ্ঠানের মাধ্যমে ইজারা পান উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে।
আব্দুল মতিনের বিপক্ষ হয়ে দাঁড়ান পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী। ইমাম হোসেন ইজারা বাতিলের দাবিতে এবং আব্দুল মতিন রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।
ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মনির হোসেন বলেন, ‘এই বাজার আগে ইজারা ছিল না। কারণ পৌরসভার ন্যূনতম কোনো সুবিধা ব্যবসায়ীরা পাননি। যে কারণে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া ইজারা বাতিলের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, সেনাক্যাম্প, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু যিনি ইজারা নিয়েছেন তিনি উপস্থিত না হয়ে তাঁর প্রতিনিধি দিয়ে আমাদের কাছ কমিশন আদায়ের চেষ্টা চালান। যে কারণে তাঁর সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ হয়। আজকে গোলাম কিবরিয়া স্থানীয় কিশোর গ্যাংদের নিয়ে আমাদের ওপর হামলা করেন। এতে আমি নিজেসহ ব্যবসায়ী আলম শেখ, গিয়াস উদ্দিন, জাফর, আনেয়ার, শুভ, ছলেমান খান ও ইলিয়াছ খান আহত হন।’
ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘ইজারা নেওয়ার পর মাছ ব্যবসায়ীরা খাজনা দিতে আপত্তি জানান। যে কারণে তাঁদের নিয়ে সেনাবাহিনী ও পুলিশ বৈঠকে বসে। তাঁদেরকে খাজনা কম দিয়ে হলেও ইজারা বহাল রাখার জন্য পরামর্শ দেন। কিন্তু তাঁরা প্রথমে এ প্রস্তাবে সম্মত হলেও পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তান (ওসি) কাছে গিয়ে বলেন তাঁরা খাজনা দেবেন না। এরপর তাঁরা আমার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে চাঁদাবাজ বলে মারধর করেন। তাঁদের হামলায় বেশ কয়েকজন আহত হন। পুরো ঘটনাটির নেপথ্যে কাজ করছেন স্থানীয় প্রভাবশালী ও আড়তদার সফিক, ইলিয়াছ, মনির ও রাজু।’
ব্যবসায়ীদের পক্ষ নেওয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী বলেন, ‘প্রায় ১৬ বছর এই বাজার ইজারা হয়নি। এখন নতুন করে ইজারা নিয়েছেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ইজারা নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছেন। এতে আমাদের দলের বদনাম হবে। যে কারণে আমি ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছি। কারণ এই বাজারের সঙ্গে প্রায় ১ হাজার লোকের জীবন-জীবিকা জড়িত। ব্যবসায়ীরা তাঁকে ৬ লাখ টাকা নিয়ে তাঁদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে বলেন। কিন্তু ইজারাদার দৈনিক কমিশন হারে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
২৪ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৪২ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
১ ঘণ্টা আগে