Ajker Patrika

মানিকগঞ্জ-১: জাপা প্রার্থীর সভার খিচুড়ি গেল এতিমখানায়, কর্মীকে জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩২
মানিকগঞ্জ-১: জাপা প্রার্থীর সভার খিচুড়ি গেল এতিমখানায়, কর্মীকে জরিমানা

মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়। 

একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন। 

জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা। 

বর্ধিত সভা আয়োজনের স্থানে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। 

এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত