Ajker Patrika

দেশে ইউএনডিপির এক্সিলারেটর ল্যাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
দেশে ইউএনডিপির এক্সিলারেটর ল্যাবের যাত্রা শুরু

ঢাকা: দেশে এক্সিলারেটর ল্যাব বাংলাদেশ নামে একটি নতুন উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। জার্মান করপোরেশন এবং কাতার ফান্ড ফর ডেভলপমেন্টের (কিউএফএফডি) অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ ল্যাবের উদ্বোধন করে। এসডিজি অর্জনে চ্যালেঞ্জগুলো মোকাবিলার মাধ্যমে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে জানায় ইউএনডিপি।

ভার্চুয়ালি আজ বুধবার এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিনেল পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সচিব ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক
মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি নুয়্যেন ভ্যান, এক্সেলারেটর ল্যাব নেটওয়ার্কের টিম লিডার জিনা লুকেরেলিসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইউএনডিপির এক্সিলারেটর ল্যাবের মতো একটি বৈশ্বিক নেটওয়ার্ক বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্রাজুয়েশনে সহায়তা করবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজ বলেন, এসডিজি অর্জনের প্রক্রিয়ার সাথে ইউএনডিপির মতো উন্নয়ন অংশীদারদের সাথে থাকাটা অবশ্যই জরুরি । ইউএনডিপির এক্সিলারেটর ল্যাব তাদের নতুন প্রযুক্তি, নতুন ধারণা ইত্যাদির মাধ্যমে এসডিজি অর্জনে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইউএনডিপি সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সরকারের সাথে কাজ করে আসছে । নতুন চালু হওয়া এই এক্সিলারেটর ল্যাব বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, বৈষম্য এবং কোভিডের ফলে সৃষ্ট চ্যালেঞ্জসহ অন্য আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০১৯ সালে ইউএনডিপি এসডিজি উন্নয়নের চ্যালেঞ্জগুলোর ভিত্তিতে বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম লার্নিং নেটওয়ার্ক এক্সিলারেটর ল্যাব শুরু করে। ৭৮টি দেশে ৯১টি ল্যাব নিয়ে শুরু হওয়া এই নেটওয়ার্কটি এখন বাংলাদেশসহ ১১৫টি দেশের ৯১টি ল্যাবের মাধ্যেম কাজ পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত