রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় ওই চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা হয়েছে বলে জানা গেছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী। শাকিল ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে প্রতিপক্ষ স্থানীয় দলিল লেখক সোহেল ও তাঁর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও চেয়ারম্যানের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালান। এ সময় চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাঁকে গুলি করে হামলাকারীরা। গুলিবিদ্ধ শান্তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, শান্তা নামে একজনকে বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, ‘সোহেল ও তার লোকজন ইউনিয়ন পরিষদ ও আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে। বাড়িতে দুই চাচা ও অনেক নারী ছিল। নারীরা তাদের বাধা দিতে গেলে পাঁচ-ছয়জনকে আহত করে। চাচাতো ভাই শাকিলের স্ত্রী শান্তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সোহেল।’
চেয়ারম্যান রাসেল বলেন, হত্যা, অস্ত্র, মাদক, গাড়ি চুরিসহ শিবপুর থানার জোড়া খুনের আসামি সোহেল। তাঁর নামে ৮-১০টি বিচারাধীন মামলা রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন রাসেল।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক সোহেলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, শ্রীনগর এলাকায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় ওই চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা হয়েছে বলে জানা গেছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী। শাকিল ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে প্রতিপক্ষ স্থানীয় দলিল লেখক সোহেল ও তাঁর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও চেয়ারম্যানের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালান। এ সময় চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাঁকে গুলি করে হামলাকারীরা। গুলিবিদ্ধ শান্তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, শান্তা নামে একজনকে বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, ‘সোহেল ও তার লোকজন ইউনিয়ন পরিষদ ও আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে। বাড়িতে দুই চাচা ও অনেক নারী ছিল। নারীরা তাদের বাধা দিতে গেলে পাঁচ-ছয়জনকে আহত করে। চাচাতো ভাই শাকিলের স্ত্রী শান্তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সোহেল।’
চেয়ারম্যান রাসেল বলেন, হত্যা, অস্ত্র, মাদক, গাড়ি চুরিসহ শিবপুর থানার জোড়া খুনের আসামি সোহেল। তাঁর নামে ৮-১০টি বিচারাধীন মামলা রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন রাসেল।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক সোহেলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, শ্রীনগর এলাকায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ সময় ২ জন আহত হয়...
৭ মিনিট আগেটাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫ নম্বর ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে একাডেমিকবিষয়ক সভা ডেকেছেন আগামী রোববার। দায়িত্ব গ্রহণের তিন মাস পর নোটিশ দিয়ে এ ধরনের সভা ডাকলেন তিনি। কিন্তু ওই সভায় চেয়ারম্যানদের যেতে বারণ করেছেন উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার একটি বাড়ির কেয়ারটেকার নিখোঁজ হয়েছেন। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মনিকা নামের ৪ নম্বর বাড়ির নিচতলার গ্যারেজে থাকতেন তিনি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা তাঁর বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও মেঝেতে রক্তের ছোপ দেখা গেছে।
১ ঘণ্টা আগে