রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় ওই চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা হয়েছে বলে জানা গেছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী। শাকিল ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে প্রতিপক্ষ স্থানীয় দলিল লেখক সোহেল ও তাঁর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও চেয়ারম্যানের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালান। এ সময় চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাঁকে গুলি করে হামলাকারীরা। গুলিবিদ্ধ শান্তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, শান্তা নামে একজনকে বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, ‘সোহেল ও তার লোকজন ইউনিয়ন পরিষদ ও আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে। বাড়িতে দুই চাচা ও অনেক নারী ছিল। নারীরা তাদের বাধা দিতে গেলে পাঁচ-ছয়জনকে আহত করে। চাচাতো ভাই শাকিলের স্ত্রী শান্তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সোহেল।’
চেয়ারম্যান রাসেল বলেন, হত্যা, অস্ত্র, মাদক, গাড়ি চুরিসহ শিবপুর থানার জোড়া খুনের আসামি সোহেল। তাঁর নামে ৮-১০টি বিচারাধীন মামলা রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন রাসেল।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক সোহেলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, শ্রীনগর এলাকায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউপি চেয়ারম্যানের বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় ওই চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা হয়েছে বলে জানা গেছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী। শাকিল ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে প্রতিপক্ষ স্থানীয় দলিল লেখক সোহেল ও তাঁর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও চেয়ারম্যানের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালান। এ সময় চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাঁকে গুলি করে হামলাকারীরা। গুলিবিদ্ধ শান্তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, শান্তা নামে একজনকে বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল। তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, ‘সোহেল ও তার লোকজন ইউনিয়ন পরিষদ ও আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করে। বাড়িতে দুই চাচা ও অনেক নারী ছিল। নারীরা তাদের বাধা দিতে গেলে পাঁচ-ছয়জনকে আহত করে। চাচাতো ভাই শাকিলের স্ত্রী শান্তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সোহেল।’
চেয়ারম্যান রাসেল বলেন, হত্যা, অস্ত্র, মাদক, গাড়ি চুরিসহ শিবপুর থানার জোড়া খুনের আসামি সোহেল। তাঁর নামে ৮-১০টি বিচারাধীন মামলা রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন রাসেল।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক সোহেলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, শ্রীনগর এলাকায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
৭ মিনিট আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
২ ঘণ্টা আগে