Ajker Patrika

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ যানজট 

প্রতিনিধি, রাজবাড়ী
দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ যানজট 

লকডাউন শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সাড়ি। শুধু তাই নয়, দৌলতদিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানের প্রায় ৪ কিলোমিটার এলাকায় জুড়ে যানবাহনের সাড়ি রয়েছে। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। 

চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাক চালক আলম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখনো ঘাট এলাকায় পৌঁছাতে পারি নাই। যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কখন ফেরিতে উঠব সেটা জানি না। 

ফরিদপুর থেকে আসা ট্রাক চালক ইসমাইল হোসেন বলেন, যানজটে খুবই দুর্ভোগে আছি। এখানে খাবারের কোন হোটেল ও দোকান নেই। খেতে যেতে হলে ২ কিলোমিটার দূরে যেতে হবে। এমনকি বাথরুমের ব‍্যবস্থাও নেই। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

মো. শিহাব উদ্দিন আরও বলেন, এই রুটে ছোটবড় মিলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবুও গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত