সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন সেতুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকেও এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে, বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সেই সঙ্গে কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট।
এ নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (প্রশাসন) এম এ করিম বলেন, ‘কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপও তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগির যানজট নিয়ন্ত্রণে আসবে।’
সরেজমিনে গাউছিয়া-কুড়িল সড়কে গেলে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
নিয়মিত এই সড়কে যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামের এক ট্রাকচালক বলেন, ‘এখন আমাদের জন্য এই সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে যানজট বেশি। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন সেতু পার হতে ২০-২৫ মিনিট সময় লাগে।’
দীনেশ চন্দ্র পাল নামের এক বাসযাত্রী বলেন, ‘পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কালাদির বড়বাড়ি এলাকাই পার হতে পারিনি। কখন কাঞ্চন সেতু পার হব, আর কখন হাসপাতালে যেতে পারব বুঝতে পারছি না। এদিকে গাড়ি আটকে থাকার কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।’
বন্ধুবান্ধবকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাঁরা জানান, যানজটের কারণে হেঁটেই কাঞ্চন সেতুর দিকে যাচ্ছেন তাঁরা। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগে পৌঁছাতে চাইলে এ ছাড়া আর কোনো উপায় নেই।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন সেতুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকেও এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে, বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সেই সঙ্গে কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট।
এ নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (প্রশাসন) এম এ করিম বলেন, ‘কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপও তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগির যানজট নিয়ন্ত্রণে আসবে।’
সরেজমিনে গাউছিয়া-কুড়িল সড়কে গেলে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
নিয়মিত এই সড়কে যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামের এক ট্রাকচালক বলেন, ‘এখন আমাদের জন্য এই সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে যানজট বেশি। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন সেতু পার হতে ২০-২৫ মিনিট সময় লাগে।’
দীনেশ চন্দ্র পাল নামের এক বাসযাত্রী বলেন, ‘পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কালাদির বড়বাড়ি এলাকাই পার হতে পারিনি। কখন কাঞ্চন সেতু পার হব, আর কখন হাসপাতালে যেতে পারব বুঝতে পারছি না। এদিকে গাড়ি আটকে থাকার কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।’
বন্ধুবান্ধবকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাঁরা জানান, যানজটের কারণে হেঁটেই কাঞ্চন সেতুর দিকে যাচ্ছেন তাঁরা। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগে পৌঁছাতে চাইলে এ ছাড়া আর কোনো উপায় নেই।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে