Ajker Patrika

নরসিংদীতে মাজার ও আখড়ায় হামলা-লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে দরবার, মাজার ও আখড়ার ভক্তদের মানববন্ধন। ছবি: সংগৃহীত
নরসিংদীতে দরবার, মাজার ও আখড়ার ভক্তদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে দরবার, মাজার ও আখড়ার ভক্তরা এই মানববন্ধন করেন।

বিশ্ব সুফি সংস্থা নরসিংদী জেলা শাখা আয়োজিত মানববন্ধনে জেলার ছয় উপজেলার সুফি দরবার, মাজার ও আখড়ার ভক্তরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে সুফি সাধকদের প্রতিষ্ঠিত সব দরবার, মাজার, খানকা ও আস্তানার নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় সমন্বয়ক সুফি মুখলেসুর রহমান। তা ছাড়া জেলার বিভিন্ন মাজার ও দরবার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ খাদেমরা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত