Ajker Patrika

পুনর্বাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৬: ১১
পুনর্বাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

রাজধানীর রেলওয়ে কলোনি থেকে উচ্ছেদকৃত হরিজনদের পুনর্বাসনের দাবি জানিয়েছে গোপীবাগ হরিজন ঐক্য পরিষদ। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন কলোনিতে জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদ এবং কলোনির উচ্ছেদকৃত সব বাসিন্দার পুনর্বাসনের দাবি জানান সংগঠনের নেতারা।

গোপীবাগ হরিজন ঐক্য পরিষদের নেতারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনমানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, হরিজনদের উচ্ছেদ করা হবে না—রেলমন্ত্রীর এমন ঘোষণার পরও কেন তাদের উচ্ছেদ করা হলো? যাদের উচ্ছেদ করা হয়েছে, তারা এখন কোথায় যাবে, কোথায় থাকবে? পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়া কেন এভাবে তাদের অমানবিকভাবে উচ্ছেদ করা হলো? সরকারের অনেক জায়গা আছে। আমরা চাই ভালো কোনো জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এর জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। না হলে উচ্ছেদ করা হরিজনদের পক্ষে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে হরিজন নেতা অর্জুন ভৌমিক, রাজেন লালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত