নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউটিউবে ব্যাংকের এটিম বুথ ডাকাতির ভিডিও দেখে রাজধানীর শাহজাদপুরের মধুমতি ব্যাংকের এটিএম বুথ ডাকাতি করতে যান আরিফুল ইসলাম (২৭)। সে সময় ওই বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৬০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর এটিএম বুথের ভেতরে রাখা টাকা বের করতে হাতুড়িসহ অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করেও বুথের বাক্স ভাঙতে পারেনি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
গত ১০ এপ্রিল এই ঘটনার চার দিন পর হত্যা মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাদপুরের কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, ছেনি, শাবলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘গত ১০ এপ্রিল আনুমানিক ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলশান থানা এলাকার শাহজাদপুর প্রগতি স্মরণীয় মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
গ্রেপ্তার আরিফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, ‘আরিফ অন্তত ১০ বছর ধরে বিভিন্ন অফিস ও বাসা-বাড়ির আসবাবপত্র পরিবহনের কাজ করত। তিন বছর আগে সে তাঁর বন্ধু-বান্ধবের পরামর্শে ওই ব্যবসার পাশাপাশি ইট, বালি, পাথর সরবরাহের ব্যবসা শুরু করে। ওই ব্যবসায় লোকসান হওয়ার কারণে প্রায় লাখ টাকা দেনায় পড়ে সে। একপর্যায়ে সে তার একটি কিডনি বিক্রির চেষ্টা করে মিরপুর এলাকায় লিফলেট ছাড়ে। কিন্তু কিডনি বিক্রি করতে না পারায় এবং পাওনাদারদের দেনা পরিশোধ করতে না পারায় পাওনাদারেরা তাঁর বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে।’
তিনি আরও বলেন, ‘পাওনাদারদের চাপে ও ভয়ে সে গত কয়েক মাস মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে এবং কীভাবে টাকা পরিশোধ করতে পারবে সেই পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় সে এটিএম বুথ লুট করার উদ্দেশে অত্যন্ত পাশবিক কায়দায় নির্মমভাবে বুথের নিরাপত্তাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।’
গ্রেপ্তার আরিফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইউটিউবে ব্যাংকের এটিম বুথ ডাকাতির ভিডিও দেখে রাজধানীর শাহজাদপুরের মধুমতি ব্যাংকের এটিএম বুথ ডাকাতি করতে যান আরিফুল ইসলাম (২৭)। সে সময় ওই বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৬০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর এটিএম বুথের ভেতরে রাখা টাকা বের করতে হাতুড়িসহ অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করেও বুথের বাক্স ভাঙতে পারেনি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
গত ১০ এপ্রিল এই ঘটনার চার দিন পর হত্যা মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাদপুরের কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, ছেনি, শাবলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘গত ১০ এপ্রিল আনুমানিক ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলশান থানা এলাকার শাহজাদপুর প্রগতি স্মরণীয় মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
গ্রেপ্তার আরিফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, ‘আরিফ অন্তত ১০ বছর ধরে বিভিন্ন অফিস ও বাসা-বাড়ির আসবাবপত্র পরিবহনের কাজ করত। তিন বছর আগে সে তাঁর বন্ধু-বান্ধবের পরামর্শে ওই ব্যবসার পাশাপাশি ইট, বালি, পাথর সরবরাহের ব্যবসা শুরু করে। ওই ব্যবসায় লোকসান হওয়ার কারণে প্রায় লাখ টাকা দেনায় পড়ে সে। একপর্যায়ে সে তার একটি কিডনি বিক্রির চেষ্টা করে মিরপুর এলাকায় লিফলেট ছাড়ে। কিন্তু কিডনি বিক্রি করতে না পারায় এবং পাওনাদারদের দেনা পরিশোধ করতে না পারায় পাওনাদারেরা তাঁর বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে।’
তিনি আরও বলেন, ‘পাওনাদারদের চাপে ও ভয়ে সে গত কয়েক মাস মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে এবং কীভাবে টাকা পরিশোধ করতে পারবে সেই পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় সে এটিএম বুথ লুট করার উদ্দেশে অত্যন্ত পাশবিক কায়দায় নির্মমভাবে বুথের নিরাপত্তাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।’
গ্রেপ্তার আরিফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
২৬ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৩১ মিনিট আগে২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
৩৭ মিনিট আগে