Ajker Patrika

রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণে বাধা, ইউপি সদস্য আটক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণে বাধা, ইউপি সদস্য আটক

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

আটককৃত ওই ইউপি সদস্যের নাম জাকির হোসেন হিরু। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

আজ বুধবার দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে ইউপি সদস‍্যকে আটক করা হয়। 

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘দুপুরে তার সমর্থকেরা কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে লিফলেট বিতরণ করছিলো। এ সময় ইউপি সদস্য হিরু তার কর্মী সমর্থকদের কাছ থেকে লিফলেট কেড়ে নেয়। পরে কালুখালী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।’

নুরে আলম সিদ্দিকী হক আরও বলেন, ‘রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনী প্রচারে বাধা প্রদানের বিষয়ে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন‍্য আবেদন করেছি।’ 

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য হিরুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।’ 

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে প্রচার মাইক ও লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত