রাজবাড়ী প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ইউপি সদস্যের নাম জাকির হোসেন হিরু। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আজ বুধবার দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে ইউপি সদস্যকে আটক করা হয়।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘দুপুরে তার সমর্থকেরা কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে লিফলেট বিতরণ করছিলো। এ সময় ইউপি সদস্য হিরু তার কর্মী সমর্থকদের কাছ থেকে লিফলেট কেড়ে নেয়। পরে কালুখালী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।’
নুরে আলম সিদ্দিকী হক আরও বলেন, ‘রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনী প্রচারে বাধা প্রদানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছি।’
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য হিরুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।’
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে প্রচার মাইক ও লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ইউপি সদস্যের নাম জাকির হোসেন হিরু। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আজ বুধবার দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে ইউপি সদস্যকে আটক করা হয়।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘দুপুরে তার সমর্থকেরা কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে লিফলেট বিতরণ করছিলো। এ সময় ইউপি সদস্য হিরু তার কর্মী সমর্থকদের কাছ থেকে লিফলেট কেড়ে নেয়। পরে কালুখালী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।’
নুরে আলম সিদ্দিকী হক আরও বলেন, ‘রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনী প্রচারে বাধা প্রদানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছি।’
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য হিরুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।’
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে প্রচার মাইক ও লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
২ ঘণ্টা আগে