রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’
নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
২২ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
২৮ মিনিট আগে২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
৩৩ মিনিট আগে