Ajker Patrika

ব্লেড দিয়ে শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৩: ৪৫
ব্লেড দিয়ে শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে সোলাইমান (৩) নামে এক শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু সোলাইমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত বাবা মো. কাজলকে (৩৯) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে রাত ৩টার দিকে মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। আজ রোববার শিশু সোলাইমানের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গতকাল রাতেই নিহত শিশুর চাচা মো. আজগর বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত কাজলকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া।

গ্রেপ্তার হওয়া কাজল উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওয়ার্কশপ শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত কাজলের আট বছরের আরও একটি মেয়েসন্তান রয়েছে। মামলার বাদী ও কাজলের ভাই আজগর বলেন, ‘কাজল মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত। মাঝেমধ্যেই তাঁর মানসিক সমস্যা দেখা দেয়।’

এদিকে শিশু সোলাইমানের পরিবারের বরাত দিয়ে এসআই শামীম বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাজলের স্ত্রী রান্নাঘরে রাতের খাওয়াদাওয়া করতে যান। এ সময় কাজল বাড়িতে ঢুকে শোয়ারঘরে শিশুসন্তান সোলাইমানকে ঘুমিয়ে থাকতে দেখেন। তখন তিনি ব্লেড দিয়ে সন্তানের গলা কেটে দরজা বন্ধ করে ঘরেই অবস্থান করেন। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কাধাক্কি করলেও খোলেননি কাজল। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শিশু সোলাইমানকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পাশে ব্লেডটি পরে থাকেতে দেখেন। তখন সোলাইমানের মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও কাজলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এসআই শামীম আরও বলেন, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় কাজলকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত