শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার কয়েকশত শ্রমিক। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকার গুলশান স্পিনিং মিলের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দেড়ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
কারখানার শ্রমিক মিনহাজ উদ্দিন বলেন, ‘সরকার নতুন বেতন অবকাঠামো ঘোষণা করলেও আমাদের বেতন বৃদ্ধি করছে না। সামান্য বেতনের চাকরিতে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। সন্তানদের পড়াশোনার খরচ চালানো যাচ্ছে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে। পুলিশ সমানে লাঠিপেটা করছে। কই আমরা তো কোনো গাড়িঘোড়া ভাঙচুর করিনি। তাহলে কেন তারা আমাদের ওপর লাঠিপেটা করবে?’
রোকেয়া আক্তার নামের এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গার্মেন্টসে বেতন বৃদ্ধি হলেও আমাদের বেতন বৃদ্ধি হয়নি। শুধু আশ্বাসের ওপর চলছি গত কয়েকমাস। আমরা আশ্বাস চাই না। আমরা আমাদের নতুন বেতন অবকাঠামো ঘোষণা বাস্তবায় চাই। কারখানা কর্তৃপক্ষ আজ জানিয়েছে তারা ঈদ বোনাস দিবে না। সামান্য বেতনের টাকায় বাসাভাড়া আর দোকান বাকি পরিশোধ করেই শেষ। ঈদে ছেলেমেয়েদের জন্য একটা নতুন জামাকাপড় কিনবো তারও উপায় নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার শ্রমিক হোসেন মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে সড়কে অবস্থান করছি। পুলিশ হঠাৎ করে আমাদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে গুলশান স্পিনিং মিলসের শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেয়। এরপর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলে। হঠাৎ করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের লাঠিপেটা করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিক চলে যায়।
এর কিছুক্ষণ পর শ্রমিকেরা এসে তরি রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাতে করে তরী রেস্টুরেন্টের সমস্ত কাচের দরজা জানালা ভেঙে যায়।
তরী রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার একপর্যায়ে পুলিশ এসে তরী রেস্টুরেন্টের পাশে অবস্থান নেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা রেস্টুরেন্ট ইটপাটকেল নিক্ষেপ করে। তাতে রেস্টুরেন্টের দরজা জানালা ভেঙে যায়। রেস্টুরেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মালিকের সিদ্ধান্ত আমরা শ্রমিকদের জানিয়েছি। দেশের সকল কারখানা বেতন বৃদ্ধি করলে আমাদের কারখানাও করবে। এরপরই শ্রমিকেরা রাস্তায় চলে যায়। বোনাসের বিষয়ে তবুও আলোচনা চলছে। কিন্তু শ্রমিকেরা আমাদের কথা না মেনে আন্দোলন করছে।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। শ্রমিকদের লাঠিপেটা করা হয়নি। শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে একটি রেস্টুরেন্ট ভাঙচুর চালিয়েছে। দুই ঘণ্টা পর বিকেল তিনটার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার কয়েকশত শ্রমিক। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকার গুলশান স্পিনিং মিলের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে দেড়ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
কারখানার শ্রমিক মিনহাজ উদ্দিন বলেন, ‘সরকার নতুন বেতন অবকাঠামো ঘোষণা করলেও আমাদের বেতন বৃদ্ধি করছে না। সামান্য বেতনের চাকরিতে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। সন্তানদের পড়াশোনার খরচ চালানো যাচ্ছে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে। পুলিশ সমানে লাঠিপেটা করছে। কই আমরা তো কোনো গাড়িঘোড়া ভাঙচুর করিনি। তাহলে কেন তারা আমাদের ওপর লাঠিপেটা করবে?’
রোকেয়া আক্তার নামের এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গার্মেন্টসে বেতন বৃদ্ধি হলেও আমাদের বেতন বৃদ্ধি হয়নি। শুধু আশ্বাসের ওপর চলছি গত কয়েকমাস। আমরা আশ্বাস চাই না। আমরা আমাদের নতুন বেতন অবকাঠামো ঘোষণা বাস্তবায় চাই। কারখানা কর্তৃপক্ষ আজ জানিয়েছে তারা ঈদ বোনাস দিবে না। সামান্য বেতনের টাকায় বাসাভাড়া আর দোকান বাকি পরিশোধ করেই শেষ। ঈদে ছেলেমেয়েদের জন্য একটা নতুন জামাকাপড় কিনবো তারও উপায় নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার শ্রমিক হোসেন মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে সড়কে অবস্থান করছি। পুলিশ হঠাৎ করে আমাদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে গুলশান স্পিনিং মিলসের শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেয়। এরপর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলে। হঠাৎ করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের লাঠিপেটা করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিক চলে যায়।
এর কিছুক্ষণ পর শ্রমিকেরা এসে তরি রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাতে করে তরী রেস্টুরেন্টের সমস্ত কাচের দরজা জানালা ভেঙে যায়।
তরী রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার একপর্যায়ে পুলিশ এসে তরী রেস্টুরেন্টের পাশে অবস্থান নেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা রেস্টুরেন্ট ইটপাটকেল নিক্ষেপ করে। তাতে রেস্টুরেন্টের দরজা জানালা ভেঙে যায়। রেস্টুরেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মালিকের সিদ্ধান্ত আমরা শ্রমিকদের জানিয়েছি। দেশের সকল কারখানা বেতন বৃদ্ধি করলে আমাদের কারখানাও করবে। এরপরই শ্রমিকেরা রাস্তায় চলে যায়। বোনাসের বিষয়ে তবুও আলোচনা চলছে। কিন্তু শ্রমিকেরা আমাদের কথা না মেনে আন্দোলন করছে।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। শ্রমিকদের লাঠিপেটা করা হয়নি। শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে একটি রেস্টুরেন্ট ভাঙচুর চালিয়েছে। দুই ঘণ্টা পর বিকেল তিনটার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১০ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে